Advertisement
shakil97bd

শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে দূর করার উপায়

Jul 29th, 2015
414
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.03 KB | None | 0 0
  1. আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই চিন্তিত হয়ে পড়েন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।
  2.  
  3. শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
  4.  
  5. যে কম্পিউটারটি আক্রান্ত হয় নি সে কম্পিউটারের জন্য -
  6. ======================================
  7. ১. RUN এ যান।
  8.  
  9. ২. wscript.exe লিখে ENTER চাপুন।
  10.  
  11. ৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
  12.  
  13. এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
  14.  
  15. আক্রান্ত কম্পিউটারের জন্য:
  16.  
  17. ১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
  18.  
  19. ২. PROCESS ট্যাবে যান।
  20.  
  21. ৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
  22.  
  23. ৪. End Process এ ক্লিক করুন।
  24.  
  25. ৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
  26.  
  27. ৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
  28.  
  29. ৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
  30.  
  31. ৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
  32.  
  33. ৯. এখন RUN এ যান।
  34.  
  35. ১০. wscript.exe লিখে ENTER চাপুন।
  36.  
  37. ১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
  38.  
  39. ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।
  40.  
  41. *********************************************************************************
  42.  
  43. আক্রান্ত পেনড্রাইভের জন্য:
  44. ==================
  45. ১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
  46.  
  47. ২. এবার cmd তে যান।
  48.  
  49. ৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
  50.  
  51. ৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
  52.  
  53. ৫. কোডঃ attrib -s -h /s /d *.*
  54.  
  55. ৬. ইন্টার কী চাপুন।
  56.  
  57. ৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
  58.  
  59. ৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
  60.  
  61.  
  62. হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।
  63.  
  64.  
  65.  
  66. Another artical link:-
  67. ========================
  68. http://somoynews.tv/pages/details/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F
  69.  
  70.  
  71. - সংগৃহিত
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement