Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- ৩৫ প্রিলির প্রশ্নের আলোকে ৩৬ প্রিলির প্রস্তুতি ::: আন্তর্জার্তিক বিষয়াবলী
- copy-paste নয় ....... না পড়লে miss করবেন ! smile emoticon smile emoticon
- মৌলিক/গুরুত্বপূর্ণ কিছু তথ্য ..... বাজারের ৭/৮ টা বইতে নেই, দেখুন গাইড বইসমূহ আমাদের কিভাবে ঠকায়
- ৩৫ প্রিলির প্রশ্নে এরকমই বাজারের গাইড থেকে বের করতে একটু ঘুরিয়ে প্যাচিয়ে এসেছে
- ---------------------------------------------
- ১. বর্ণবাদ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা যে দেশের মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করে -
- ক. কেনিয়া
- খ. নাইজেরিয়া
- গ. ভারত (ans)
- ঘ. লাইবেরিয়া
- ব্যাখ্যা :
- ১৯৫৬ সালে 'বর্ণবাদ আইনে' দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করা হয়েছিল।
- ======================
- ফাঁদ এবং ব্যাখ্যাসহ ANS দেখুন smile emoticon
- ======================
- ২. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (১৯৫৬) গঠিত হয় কোন ইস্যুতে?
- ক. সুয়েজ খাল (ans)
- খ. কোরীয় যুদ্ধ
- গ. ভিয়েতনাম যুদ্ধ
- ঘ. ২য় বিশ্বযুদ্ব (ফাঁদ)
- ব্যাখ্যা :
- জাতিসংঘ = ২য় বিশ্বযুদ্বের পর 'বিশ্বশান্তির' জন্য গঠিত হয়।
- শান্তিরক্ষা বাহিনী = ১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট ইস্যুতে গঠিত হয়।
- __________________________
- ৩. রাশিয়া-আমেরিকা পারমানবিক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কোন ইস্যুতে?
- ক. কোরীয় যুদ্ধ ইস্যুতে (ফাঁদ)
- খ. ভিয়েতনাম যুদ্ধ ইস্যুতে
- গ. কিউবার মিসাইল সংকট ইস্যুতে (ans)
- ব্যাখ্যা :
- ১৯৬২ সালে কিউবায় রাশিয়া কর্তৃক ক্ষেপনাস্ত্র বসানোকে কেন্দ্র করে রাশিয়া-আমেরিকার মধ্যে ‘পারমানবিক যুদ্ধের’ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল ।
- __________________________
- ৪. পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠিত হয় -
- ক. চীন
- খ. রাশিয়া (ans)
- গ. জার্মানিতে
- ব্যাখ্যা :
- রাশিয়া = রুশ বিপ্লব (১৯১৭) by ভাদিমির ইলিচ লেনিন
- __________________________
- ৫. 'এক দেশ এক সমাজতন্ত্র' কোথায় ছিল ?
- ক. হংকং (ফাঁদ)
- খ. রাশিয়া (ans)
- গ. চীন-হংকং
- ঘ. চীন
- ব্যাখ্যা :
- এক দেশ এক সমাজতন্ত (স্ট্যালিন) = রাশিয়া
- এক দেশ দুই নীতি (দেং জিয়াওপিং) = চীন
- চীন = সমাজতান্ত্রিক আর হংকং = পুঁজিতান্ত্রিক দেশ। তাই ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে আসলে হংকং এর 'পুজিতন্ত্রকে' টিকিয়ে রাখার জন্য 'এক দেশ দুই নীতি' চালু করা হয়। এই নীতির মেয়াদ (১৯৯৭-২০৪৭)।
- __________________________
- ৬. জাতিসংঘের প্রশাসনিক সংস্কারে (১৯৯৭) কফি আনান কয় দফা প্রস্তাব পেশ করেন ?
- ক. ৪ দফা
- খ. ৬ দফা
- গ. ১০ দফা (ans)
- ব্যাখ্যা : ১৯৯৭ সালে জাতিসংঘে ব্যাপক প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে তত্কালীন মহাসচিব কফি আনান ১০ দফা প্রস্তাব পেশ করেন।
- __________________________
- ৭. 'সোভিয়েত ইউনিয়ন' এখানে সোভিয়েত শব্দের অর্থ :
- ক. মুক্তভূমি (ans)
- খ. মুক্তাঞ্চল
- গ. যুক্তাঞ্চল (ফাঁদ)
- ব্যাখ্যা :
- সোভিয়েত অর্থ = মুক্তভূমি
- থাইল্যান্ড অর্থ = মুক্তভূমি
- থাইল্যান্ড কে বলা হয় 'মুক্তভুমির দেশ' কারণ এটি কখনও 'ইউরোপীয় কলোনীতে' পরিণত হয়নি। প্রাচীন নাম শ্যামদেশ।
- __________________________
- ৮. কৃষি ও শিল্পখাতে সংস্কার করে চীনে অর্থনৈতিক বিপ্লব আনেন -
- ক. সান ইয়াত সেন
- খ. মাও সে তুং (ফাঁদ)
- গ. কাইশেক
- ঘ. দেং জিয়াও পিং (ans)
- ব্যাখ্যা :
- সান ইয়াত সেন = চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯১১) - জিনহাই বিপ্লব
- মাও সে তুং = চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯) - , লালফৌজ, লং মার্চ করে 'সেন সি প্রদেশে' পৌছে এই ঘোষণা দেন।
- কাইশেক = চীনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মাও সে তুং এর সাথে যুদ্ধে পরাজিত হয়ে 'তাইওয়ানে' গিয়ে 'বিপ্লবী সরকার' প্রতিষ্ঠা করেন।
- দেং জিয়াও পিং = মাও সে তুং এর পর ক্ষমতায় আসেন এবং ব্যাপক 'সংস্কার কর্মসূচি' হাতে নেন।
- __________________________
- ৯. ১৯৫৫ NAM এর বান্দুং সম্মেলনে গৃহীত হয় -
- ক. ৫ টি নীতি (ফাঁদ)
- খ. ৮ টি নীতি
- গ. ১০ টি নীতি (ans)
- ব্যাখ্যা :
- ৫ টি নীতি = পঞ্চশীল নীতি = ন্যাম এর সদস্য 'চীন-ভারত সম্পর্ক' নির্ণয়ের নীতি।
- ১০ টি নীতি = ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে (১৯৫৫) ন্যাম গঠনে গৃহীত হয়।
- __________________________
- ১০. স্নাযুযুদ্বকালীন পুজিবাদীদের সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন -
- ক. গর্বাচেভ (ফাঁদ)
- খ. লেনিন
- গ. ক্রুশ্চেভ (ans)
- ঘ. ন্যাম নেতারা (ফাঁদ)
- ব্যাখ্যা :
- গর্বাচেভ = গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি
- ন্যাম নেতারা স্নাযুযুদ্বকালীন ন্যাম গঠন করেন = ৩য় বিশ্বের স্বার্থ রক্ষা + শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য
- ক্রুশ্চেভ = স্ট্যালিনের মৃত্যুর পর 'নিকিতা ক্রুশ্চেভ' রাশিয়ায় ক্ষমতাসীন হন। তিনি স্ট্যালিনের নীতির বিরোধিতা করে ''পুজিবাদীদের" সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন।
- __________________________
- ১১. শেতাঙ্গ শাসনের অবসানে সংস্কার পদক্ষেপ ও গণভোট নিয়েছিলেন -
- ক. জেমস হার্জল
- খ. এফ ডব্লিও ক্লার্ক (ans)
- গ. নেলসন ম্যান্ডেলা (ফাঁদ)
- ব্যাখ্যা :
- জেমস হার্জল = বর্ণবাদ নীতির প্রবক্তা (১৯৪৮)
- নেলসন ম্যান্ডেলা = বর্ণবাদ নীতি ও শেতাঙ্গ শাসনের অবসানে 'সংগ্রাম' করেন।
- এফ ডব্লিও ক্লার্ক = প্রেসিডেন্ট হিসেবে শেতাঙ্গ শাসনের অবসানে 'সংস্কার পদক্ষেপ ও গণভোট' নিয়েছিলেন।
- _________________________
- ১২. রাশিয়ায় মুক্তবাজার অর্থনীতি চালু হয় -
- ক. গ্লাসনস্ত নীতির ফলে
- খ. পেরেস্ত্রোইকা নীতির ফলে (ans)
- গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে (ফাঁদ)
- ব্যাখ্যা :
- গ্লাসনস্ত = রাজনৈতিক সংস্কারে = সমাজতন্ত্রের পতন
- পেরেস্ত্রোইকা = মুক্তবাজার অর্থনীতি প্রচলন
- গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা = রাশিয়া ভেঙ্গে যায় (১৯৯১)
- =======================
- (ঠান্ডা মাথায় পড়ুন আর ভাবুন, গাইড বইসমূহ আমাদের কিভাবে ঠকায়)
- * বাজারের প্রচলিত বইতো আমরা পড়বই। বিভিন্ন বিষয়ে আমাদের strength ও weakness ভিন্ন।
- * তাই মৌলিক/গুরুত্বপূর্ণ বিষয়ের uncommon প্রশ্নগুলো, যা পরীক্ষায় আসার উপযোগী, এমন প্রশ্ন বা information আমরা share করতে পারি। এতে আমদেরই প্রস্তুতি নিখুত ও সুন্দর হবে।
- _________________________
- যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী]
- যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। [ সহীহ মুসলিম ]
- যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। [ সহীহ বুখারী ]
- _________________________
- The roots of education are bitter, but the fruit is sweet (Aristotle)
- Enjoy your Learning
- শুভ কামনা রইলো ........ smile emoticon smile emoticon
- _________________________
- শুধু BCS: Our Goal [Largest ...] গ্রুপ এবং এর মেম্বারদের জন্য
- অন্যের বা বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনও ক্ষমা করেনা !!
- ALLAH IS ALMIGHTY
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement