Advertisement
asadsuman

GK

Oct 27th, 2015
131
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 12.41 KB | None | 0 0
  1. ৩৫ প্রিলির প্রশ্নের আলোকে ৩৬ প্রিলির প্রস্তুতি ::: আন্তর্জার্তিক বিষয়াবলী
  2. copy-paste নয় ....... না পড়লে miss করবেন ! smile emoticon smile emoticon
  3. মৌলিক/গুরুত্বপূর্ণ কিছু তথ্য ..... বাজারের ৭/৮ টা বইতে নেই, দেখুন গাইড বইসমূহ আমাদের কিভাবে ঠকায়
  4. ৩৫ প্রিলির প্রশ্নে এরকমই বাজারের গাইড থেকে বের করতে একটু ঘুরিয়ে প্যাচিয়ে এসেছে
  5. ---------------------------------------------
  6. ১. বর্ণবাদ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা যে দেশের মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করে -
  7. ক. কেনিয়া
  8. খ. নাইজেরিয়া
  9. গ. ভারত (ans)
  10. ঘ. লাইবেরিয়া
  11. ব্যাখ্যা :
  12. ১৯৫৬ সালে 'বর্ণবাদ আইনে' দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করা হয়েছিল।
  13. ======================
  14. ফাঁদ এবং ব্যাখ্যাসহ ANS দেখুন smile emoticon
  15. ======================
  16. ২. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (১৯৫৬) গঠিত হয় কোন ইস্যুতে?
  17. ক. সুয়েজ খাল (ans)
  18. খ. কোরীয় যুদ্ধ
  19. গ. ভিয়েতনাম যুদ্ধ
  20. ঘ. ২য় বিশ্বযুদ্ব (ফাঁদ)
  21. ব্যাখ্যা :
  22. জাতিসংঘ = ২য় বিশ্বযুদ্বের পর 'বিশ্বশান্তির' জন্য গঠিত হয়।
  23. শান্তিরক্ষা বাহিনী = ১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট ইস্যুতে গঠিত হয়।
  24. __________________________
  25. ৩. রাশিয়া-আমেরিকা পারমানবিক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কোন ইস্যুতে?
  26. ক. কোরীয় যুদ্ধ ইস্যুতে (ফাঁদ)
  27. খ. ভিয়েতনাম যুদ্ধ ইস্যুতে
  28. গ. কিউবার মিসাইল সংকট ইস্যুতে (ans)
  29. ব্যাখ্যা :
  30. ১৯৬২ সালে কিউবায় রাশিয়া কর্তৃক ক্ষেপনাস্ত্র বসানোকে কেন্দ্র করে রাশিয়া-আমেরিকার মধ্যে ‘পারমানবিক যুদ্ধের’ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল ।
  31. __________________________
  32. ৪. পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠিত হয় -
  33. ক. চীন
  34. খ. রাশিয়া (ans)
  35. গ. জার্মানিতে
  36. ব্যাখ্যা :
  37. রাশিয়া = রুশ বিপ্লব (১৯১৭) by ভাদিমির ইলিচ লেনিন
  38. __________________________
  39. ৫. 'এক দেশ এক সমাজতন্ত্র' কোথায় ছিল ?
  40. ক. হংকং (ফাঁদ)
  41. খ. রাশিয়া (ans)
  42. গ. চীন-হংকং
  43. ঘ. চীন
  44. ব্যাখ্যা :
  45. এক দেশ এক সমাজতন্ত (স্ট্যালিন) = রাশিয়া
  46. এক দেশ দুই নীতি (দেং জিয়াওপিং) = চীন
  47. চীন = সমাজতান্ত্রিক আর হংকং = পুঁজিতান্ত্রিক দেশ। তাই ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে আসলে হংকং এর 'পুজিতন্ত্রকে' টিকিয়ে রাখার জন্য 'এক দেশ দুই নীতি' চালু করা হয়। এই নীতির মেয়াদ (১৯৯৭-২০৪৭)।
  48. __________________________
  49. ৬. জাতিসংঘের প্রশাসনিক সংস্কারে (১৯৯৭) কফি আনান কয় দফা প্রস্তাব পেশ করেন ?
  50. ক. ৪ দফা
  51. খ. ৬ দফা
  52. গ. ১০ দফা (ans)
  53. ব্যাখ্যা : ১৯৯৭ সালে জাতিসংঘে ব্যাপক প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে তত্কালীন মহাসচিব কফি আনান ১০ দফা প্রস্তাব পেশ করেন।
  54. __________________________
  55. ৭. 'সোভিয়েত ইউনিয়ন' এখানে সোভিয়েত শব্দের অর্থ :
  56. ক. মুক্তভূমি (ans)
  57. খ. মুক্তাঞ্চল
  58. গ. যুক্তাঞ্চল (ফাঁদ)
  59. ব্যাখ্যা :
  60. সোভিয়েত অর্থ = মুক্তভূমি
  61. থাইল্যান্ড অর্থ = মুক্তভূমি
  62. থাইল্যান্ড কে বলা হয় 'মুক্তভুমির দেশ' কারণ এটি কখনও 'ইউরোপীয় কলোনীতে' পরিণত হয়নি। প্রাচীন নাম শ্যামদেশ।
  63. __________________________
  64. ৮. কৃষি ও শিল্পখাতে সংস্কার করে চীনে অর্থনৈতিক বিপ্লব আনেন -
  65. ক. সান ইয়াত সেন
  66. খ. মাও সে তুং (ফাঁদ)
  67. গ. কাইশেক
  68. ঘ. দেং জিয়াও পিং (ans)
  69. ব্যাখ্যা :
  70. সান ইয়াত সেন = চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯১১) - জিনহাই বিপ্লব
  71. মাও সে তুং = চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯) - , লালফৌজ, লং মার্চ করে 'সেন সি প্রদেশে' পৌছে এই ঘোষণা দেন।
  72. কাইশেক = চীনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মাও সে তুং এর সাথে যুদ্ধে পরাজিত হয়ে 'তাইওয়ানে' গিয়ে 'বিপ্লবী সরকার' প্রতিষ্ঠা করেন।
  73. দেং জিয়াও পিং = মাও সে তুং এর পর ক্ষমতায় আসেন এবং ব্যাপক 'সংস্কার কর্মসূচি' হাতে নেন।
  74. __________________________
  75. ৯. ১৯৫৫ NAM এর বান্দুং সম্মেলনে গৃহীত হয় -
  76. ক. ৫ টি নীতি (ফাঁদ)
  77. খ. ৮ টি নীতি
  78. গ. ১০ টি নীতি (ans)
  79. ব্যাখ্যা :
  80. ৫ টি নীতি = পঞ্চশীল নীতি = ন্যাম এর সদস্য 'চীন-ভারত সম্পর্ক' নির্ণয়ের নীতি।
  81. ১০ টি নীতি = ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে (১৯৫৫) ন্যাম গঠনে গৃহীত হয়।
  82. __________________________
  83. ১০. স্নাযুযুদ্বকালীন পুজিবাদীদের সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন -
  84. ক. গর্বাচেভ (ফাঁদ)
  85. খ. লেনিন
  86. গ. ক্রুশ্চেভ (ans)
  87. ঘ. ন্যাম নেতারা (ফাঁদ)
  88. ব্যাখ্যা :
  89. গর্বাচেভ = গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি
  90. ন্যাম নেতারা স্নাযুযুদ্বকালীন ন্যাম গঠন করেন = ৩য় বিশ্বের স্বার্থ রক্ষা + শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য
  91. ক্রুশ্চেভ = স্ট্যালিনের মৃত্যুর পর 'নিকিতা ক্রুশ্চেভ' রাশিয়ায় ক্ষমতাসীন হন। তিনি স্ট্যালিনের নীতির বিরোধিতা করে ''পুজিবাদীদের" সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন।
  92. __________________________
  93. ১১. শেতাঙ্গ শাসনের অবসানে সংস্কার পদক্ষেপ ও গণভোট নিয়েছিলেন -
  94. ক. জেমস হার্জল
  95. খ. এফ ডব্লিও ক্লার্ক (ans)
  96. গ. নেলসন ম্যান্ডেলা (ফাঁদ)
  97. ব্যাখ্যা :
  98. জেমস হার্জল = বর্ণবাদ নীতির প্রবক্তা (১৯৪৮)
  99. নেলসন ম্যান্ডেলা = বর্ণবাদ নীতি ও শেতাঙ্গ শাসনের অবসানে 'সংগ্রাম' করেন।
  100. এফ ডব্লিও ক্লার্ক = প্রেসিডেন্ট হিসেবে শেতাঙ্গ শাসনের অবসানে 'সংস্কার পদক্ষেপ ও গণভোট' নিয়েছিলেন।
  101. _________________________
  102. ১২. রাশিয়ায় মুক্তবাজার অর্থনীতি চালু হয় -
  103. ক. গ্লাসনস্ত নীতির ফলে
  104. খ. পেরেস্ত্রোইকা নীতির ফলে (ans)
  105. গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে (ফাঁদ)
  106. ব্যাখ্যা :
  107. গ্লাসনস্ত = রাজনৈতিক সংস্কারে = সমাজতন্ত্রের পতন
  108. পেরেস্ত্রোইকা = মুক্তবাজার অর্থনীতি প্রচলন
  109. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা = রাশিয়া ভেঙ্গে যায় (১৯৯১)
  110. =======================
  111. (ঠান্ডা মাথায় পড়ুন আর ভাবুন, গাইড বইসমূহ আমাদের কিভাবে ঠকায়)
  112. * বাজারের প্রচলিত বইতো আমরা পড়বই। বিভিন্ন বিষয়ে আমাদের strength ও weakness ভিন্ন।
  113. * তাই মৌলিক/গুরুত্বপূর্ণ বিষয়ের uncommon প্রশ্নগুলো, যা পরীক্ষায় আসার উপযোগী, এমন প্রশ্ন বা information আমরা share করতে পারি। এতে আমদেরই প্রস্তুতি নিখুত ও সুন্দর হবে।
  114. _________________________
  115. যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী]
  116. যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। [ সহীহ মুসলিম ]
  117. যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। [ সহীহ বুখারী ]
  118. _________________________
  119. The roots of education are bitter, but the fruit is sweet (Aristotle)
  120. Enjoy your Learning
  121. শুভ কামনা রইলো ........ smile emoticon smile emoticon
  122. _________________________
  123. শুধু BCS: Our Goal [Largest ...] গ্রুপ এবং এর মেম্বারদের জন্য
  124. অন্যের বা বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনও ক্ষমা করেনা !!
  125. ALLAH IS ALMIGHTY
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement