Advertisement
salmancreation

MS OFFICE Shortcut

May 9th, 2015
287
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 10.99 KB | None | 0 0
  1. মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট
  2. ---------------------------------------------------------------------
  3. মাইক্রোসফট ওয়ার্ড একটি বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর। অফিস, বাসা-বাড়ী, স্কুল-কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই। কিবোর্ড শর্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত অনেক কিছু করতে পারবেন। আর তাই আজ আপনাদের জন্য থাকছে মাইক্রোসফট অফিস এর কিছু কিবোর্ড শর্টকাট।
  4.  
  5. নিন্মোক্ত কিবোর্ড শর্টকাটগুলো Microsoft Word এর কাজকে দ্রুত করতে সাহায্য করবে।
  6.  
  7. Ctrl+A= ফাইলের সব কিছু সিলেক্ট করা।
  8. Ctrl+B= সিলেক্ট করা টেক্সকে বোল্ড করা।
  9. Ctrl+C= সিলেক্ট করা যে কোন কিছু কপি করা।
  10. Ctrl+D= ফন্ট ডায়ালক বক্স দেখাবে।
  11. Ctrl+E= সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নিতে।
  12. Ctrl+F= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স খুজে বের করা।
  13. Ctrl+G= নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়।
  14. Ctrl+H= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স রিপ্লেস করার জন্য।
  15. Ctrl+I= সিলেক্ট করা টেক্সকে ইটালিক/ বাঁকা করতে ব্যবহৃত হয়।
  16. Ctrl+J= টেক্স জাস্টিফাই করতে ব্যবহৃত।
  17. Ctrl+K= সিলেক্ট করা যে কোন কিছু লিংক করতে ব্যবহৃত হয়।
  18. Ctrl+L= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে।
  19. Ctrl+M= টেক্স এর নির্দিষ্ট স্থান বাম দিকে ফাঁকা করতে ব্যবহৃত এটি ট্যাব এর ন্যায় কাজ করে।
  20. Ctrl+N= নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যবহৃত হয়।
  21. Ctrl+O= পুরাতন বা সেভ করা ফাইল খুলতে ।
  22. Ctrl+P= প্রিন্ট ডায়ালগ বক্স দেখাবার জন্য ব্যবহৃত।
  23. Ctrl+Q= ***
  24. Ctrl+R= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে।
  25. Ctrl+S= নতুন ফাইল সেভ বা পুরাতন ফাইলের সংযোজন অংশ সেভ করতে ব্যবহৃত।
  26. Ctrl+T= সাধারণ টেক্স নাম্বারিং এর জন্য সাহায্যে করে বাম থেকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরে যাবে।
  27. Ctrl+U= টেক্স এর নীচে দাগ দিতে ব্যবহৃত।
  28. Ctrl+V= কপি করা যে কোন কিছু পেষ্ট করতে ব্যবহৃত।
  29. Ctrl+W= প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত।
  30. Ctrl+X= সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।
  31. Ctrl+Y= পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
  32. Ctrl+Z= পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
  33.  
  34. :: এক্সেলের শর্টকাট কি ::
  35. ----------------------------------
  36. এমএস এক্সেলে কিছু কিছু বিশেষ নির্দেশের মাধ্যমে দ্রুত কাজ করা সম্ভব। ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে শর্টকার্ট কি ব্যবহার করা ভালো। নিচে এক্সেলের বিভিন্ন কাজের শর্টকাট কি দেওয়া হলো।
  37. অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
  38. Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
  39. Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
  40. Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
  41. Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
  42. Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
  43. Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
  44. Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
  45. Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
  46. Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
  47. Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
  48. Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
  49. Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
  50. Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
  51. Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
  52. Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
  53. Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
  54. Ctrl+0 : কলাম ডিলিট।
  55. Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
  56. Atl+F2 : সেভ অ্যাজ।
  57. Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
  58. Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
  59. Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
  60. Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
  61. Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
  62. Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
  63. Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
  64. Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
  65.  
  66. জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ কী-বোর্ড শর্টকাট
  67. ------------------------------------------
  68. ১) Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
  69. ২) Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
  70. ৩) Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
  71. ৪) Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
  72. ৫) Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
  73. ৬) Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।
  74. ৭) Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
  75. ৮) Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
  76. ৯) Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
  77. ১০) Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
  78. ১১) Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
  79. ১২) Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
  80. ১৩) Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
  81. ১৪) Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।
  82. ১৫) Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
  83.  
  84. ইন্টারনেট থেকে সংগ্রহীত
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement