Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাট
- ---------------------------------------------------------------------
- মাইক্রোসফট ওয়ার্ড একটি বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর। অফিস, বাসা-বাড়ী, স্কুল-কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই। কিবোর্ড শর্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত অনেক কিছু করতে পারবেন। আর তাই আজ আপনাদের জন্য থাকছে মাইক্রোসফট অফিস এর কিছু কিবোর্ড শর্টকাট।
- নিন্মোক্ত কিবোর্ড শর্টকাটগুলো Microsoft Word এর কাজকে দ্রুত করতে সাহায্য করবে।
- Ctrl+A= ফাইলের সব কিছু সিলেক্ট করা।
- Ctrl+B= সিলেক্ট করা টেক্সকে বোল্ড করা।
- Ctrl+C= সিলেক্ট করা যে কোন কিছু কপি করা।
- Ctrl+D= ফন্ট ডায়ালক বক্স দেখাবে।
- Ctrl+E= সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নিতে।
- Ctrl+F= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স খুজে বের করা।
- Ctrl+G= নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl+H= ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালক বক্স থেকে কোন টেক্স রিপ্লেস করার জন্য।
- Ctrl+I= সিলেক্ট করা টেক্সকে ইটালিক/ বাঁকা করতে ব্যবহৃত হয়।
- Ctrl+J= টেক্স জাস্টিফাই করতে ব্যবহৃত।
- Ctrl+K= সিলেক্ট করা যে কোন কিছু লিংক করতে ব্যবহৃত হয়।
- Ctrl+L= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে।
- Ctrl+M= টেক্স এর নির্দিষ্ট স্থান বাম দিকে ফাঁকা করতে ব্যবহৃত এটি ট্যাব এর ন্যায় কাজ করে।
- Ctrl+N= নতুন ডকুমেন্ট ফাইল খুলতে ব্যবহৃত হয়।
- Ctrl+O= পুরাতন বা সেভ করা ফাইল খুলতে ।
- Ctrl+P= প্রিন্ট ডায়ালগ বক্স দেখাবার জন্য ব্যবহৃত।
- Ctrl+Q= ***
- Ctrl+R= টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে।
- Ctrl+S= নতুন ফাইল সেভ বা পুরাতন ফাইলের সংযোজন অংশ সেভ করতে ব্যবহৃত।
- Ctrl+T= সাধারণ টেক্স নাম্বারিং এর জন্য সাহায্যে করে বাম থেকে দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরে যাবে।
- Ctrl+U= টেক্স এর নীচে দাগ দিতে ব্যবহৃত।
- Ctrl+V= কপি করা যে কোন কিছু পেষ্ট করতে ব্যবহৃত।
- Ctrl+W= প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত।
- Ctrl+X= সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।
- Ctrl+Y= পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
- Ctrl+Z= পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য।
- :: এক্সেলের শর্টকাট কি ::
- ----------------------------------
- এমএস এক্সেলে কিছু কিছু বিশেষ নির্দেশের মাধ্যমে দ্রুত কাজ করা সম্ভব। ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে শর্টকার্ট কি ব্যবহার করা ভালো। নিচে এক্সেলের বিভিন্ন কাজের শর্টকাট কি দেওয়া হলো।
- অ্যারো কি: ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে।
- Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
- Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
- Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
- Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
- Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
- Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
- Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
- Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
- Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
- Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
- Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
- Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
- Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
- Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
- Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
- Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
- Ctrl+0 : কলাম ডিলিট।
- Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
- Atl+F2 : সেভ অ্যাজ।
- Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
- Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
- Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
- Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
- Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
- Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
- Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
- Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স।
- জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ কী-বোর্ড শর্টকাট
- ------------------------------------------
- ১) Ctrl+F : ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট। দেখুন না কত সহজে খুঁজে বের করা যায় প্রয়োজনীয় তথ্য। এক সমীক্ষায় দেখা গেছে ৯০ শতাংশ ব্যববহারকারীই এ শর্টকাট কখনো ব্যবহার করেননি। আপনিও কি তাদের দলে?
- ২) Ctrl+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক যেতে ব্যবহার করতে পারেন এ শর্টকাট।
- ৩) Ctrl+Shift+Tab : ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে ব্যবহার করতে পারেন এই শর্টকাট।
- ৪) Alt+Tab : ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে অথবা পুনরায় ব্রাউজারে যেতে ব্যবহৃত হয় এই শর্টকাট।
- ৫) Ctrl+T : ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে ব্যবহার করা যাবে এ শর্টকাট।
- ৬) Ctrl+N : ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে এ শর্টকাট ব্যবহৃত হয়।
- ৭) Ctrl+L : চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে এ শর্টকাটটি ব্যবহার করতে পারেন।
- ৮) Ctrl+W : চলমান ট্যাবটি বন্ধ করতে ব্যবহার করতে পারেন শর্টকাটটি।
- ৯) Ctrl+C : কোনো কিছু কপি করতে ব্যবহার করুন শর্টকাটটি।
- ১০) Ctrl+X : কোনো কিছু কাট করতে ব্যবহার করুন শর্টকাটটি।
- ১১) Ctrl+V : কপি বা কাটের পর পেস্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
- ১২) Ctrl+Z : সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে চাইলে ব্যবহার করতে পারে এই শর্টকাটটি।
- ১৩) Ctrl+A : ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে ব্যবহৃত হয় এ শর্টকাট।
- ১৪) Ctrl+S : কোনো কিছু সেভ করতে ব্যবহার করুন এ শর্টকাট।
- ১৫) Shift+Ctrl+Right : কোনো শব্দের প্রথমে কার্সর রেখে এ শর্টকাট ব্যবহার করে সংশ্লিষ্ট শব্দটি সেলেক্ট করা যায়।
- ইন্টারনেট থেকে সংগ্রহীত
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement