Advertisement
Robert_JR

sss

Dec 15th, 2017
377
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 3.78 KB | None | 0 0
  1. DIU ACM TIER: Green, Blue, Yellow and Red Division
  2.  
  3. যে কেউ নতুন করে শুরু করতে চাইলে তাকে Green Division আসতে হবে। URI (urionlinejudge.com.br) এর থেকে যেকোন ১৫০টি প্রবলেম সলভ করা (সলভ বলতে এক্সেপ্টেড বোঝানো হচ্ছে।) কেউ কোথাও আটকে গেলে সাহায্য নেয়ার জন্য এই ফোরামটি ব্যবহার করা যেতে পারে: http://diuacmpractice.freeforums.net/ বা এখানেও প্রশ্ন করা যাবে।
  4. গ্রীন ঠিকমতো শেষ হলে ব্লু-তে ঢোকা যাবে। ব্লু-এর প্র্যাক্টিসের জন্য এখানে নিয়মিত প্রবলেম দেয়া হচ্ছে:-https://docs.google.com/…/1sEpNixomiNAQWTeXuwBMSsbSFPyc7hj…/
  5. যে কেউ তার @diu.edu.bd অ্যাড্রেস ব্যবহার করে শীটটি দেখতে পারবে। তবে এডিট এক্সেস পেতে গেলে শীটের ২য় সারিতে যে কাট-অফ দেয়া আছে ততগুলো প্রবলেম সলভ করে আমাদের জানাতে হবে(sajjad15-6764@diu.edu.bd)। শীটে একবার এক্সেস পেয়ে গেলেই শেষ এমন না। এক্সেস ধরে রাখতে গেলে নিয়মিত নূন্যতম সংখ্যক প্রবলেম সলভ করতে হবে।
  6. কেবলমাত্র যারা ব্লু শীটে থাকবে তারাই ব্লু বিভাগের ক্লাস করতে পারবে। নিজে কোন কষ্ট করবো না শুধু ক্লাসে এসে চেহারা দেখাবো এইসব চলবে না।
  7. প্রতি সেমিস্টারের শেষে ব্লু দের পার্ফর্মেন্স মূল্যায়ন করা হবে। ইয়েলোতে প্রমোশন পেতে গেলে ব্লু শীটের অন্তত ৯০% প্রবলেম সলভ করতে হবে এবং কোডফোর্সেসে ১২০০+ রেটিং (কমপক্ষে ১০টি কন্টেস্ট ও শেষ ১ মাসে কমপক্ষে ২টি কন্টেস্টে পার্টিসিপেশন থাকতে হবে)। বাকিরা ব্লু তে থেকে যাবে এবং নিজেদের গতিতে কাজ শেষ করে পরবর্তী সেমিস্টারে ইয়েলোতে যাওয়ার সুযোগ পাবে। স্প্রিং-২০১৬ তে কোন ইয়েলো নেই। আশা করছি ব্লু শীটের থেকে যারা ভালো করবে তাদের নিয়ে সামার-২০১৭ তে ইয়েলো ক্লাস শুরু করা যাবে।
  8. রেড-এ বর্তমানের পুরানো ৬জন আছে, ফল-২০১৬ এর ব্লু তে আছে আরো ১৫জনের মতো। তাদের নিয়ে আগের মতই ক্লাস চলবে। নতুনরা ইয়েলো শেষ করার পর রেড-এ প্রমোশন পাবে।
  9. কারো কিছু জানার থাকলে কমেন্টে সেটা বললে ভালো হয়।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement