Advertisement
salmancreation

একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমের থিম অপশনে কি কি অপশন দেওয়া

Jul 23rd, 2018
190
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 2.91 KB | None | 0 0
  1. এই ডকে আমি আলোচনা করবো একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমের থিম অপশনে কি কি অপশন দেওয়া যায়। আমি মিনিমাম লেভেলের থিম অপশন এ থাকা অপশনগুলো নিয়ে আলোচনা করবো।
  2.  
  3. Header: এখনে হেডারের বিভিন্ন সেটিংস থাকবে। যেমন হেডারের স্টাইল, হেডারে কোন স্টাটিক টেক্সট থাকলে সেইটা, হেডারে অন‍্যান‍্য কোন এলিমেন্ট থাকলে সেইটার সেটিংস।
  4.  
  5. Logo & Favicon: লগো এবং ফেবিকন এখানে আপলোড করার অপশন থাকবে। যদিও ফেবিকন কাস্টমাইজারে গিয়ে আপলোড করা যায় তারপরও এখানে থাকবে যাতে ইউজার যে কোন জায়গা থেকেই পরিবর্তন করতে পারে। ইউজারকে অপশন দিতে হবে যাতে সে টেক্সট বা ইমেজ লগো ব‍্যবহার করতে পারে।
  6.  
  7. Typography: এখানে থিমের ফন্ট চেঞ্জ করার অপশন থাকবে। সাধারণত হেডিং এবং বডির ফন্ট গুগল থেকে চেঞ্জ করতে পারবে। কোডস্টারের টাইপোগ্রাফি অপশন ব‍্যবহার করা যাবে এখানে।
  8.  
  9. Styling: এখানে থিমের এপিরিয়েন্স যেমন কালার সেটিংস, ফিক্সড বা ফুল উইডথ সেটিংস দিতে হবে। ফিক্সড উইডথ দিলে বডির ব‍্যাকগ্রাউন্ড সেটিংস দিতে হবে।
  10.  
  11. Blog: এখানে ব্লগের সেটিংসগুলো থাকবে। যেমন ক‍্যাটাগরি, ট‍্যাগ বা ডেট শো হবে কিনা, অথরের নাম শো করবে কিনা। ব্লগে কমেন্ট শো করবে কিনা ইত‍্যাদি।
  12.  
  13. Footer: এখানে ফুটারের কালার, কপিরাইট টেক্টট চেঞ্জ করার সেটিংস থাকবে।
  14. পর্যায়ক্রমে আরও যুক্ত করা হবে। এই ডকটি শুধুমাত্র ধারণা পাওয়ার জন‍্য। 🙂
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement