Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপারদের থিমের ডেমো তৈরী করার পরে থিমের সাথে একটা এক্সপোর্টেড কনটেন্ট ফাইল দিয়ে দেয়া লাগে। সমস্যা হল, সেই ফাইলে মেইন ডেমোতে ব্যবহার করা ইমেজগুলোর লিংক থাকে যা কিনা থিমের ব্যবহারকারী ইমপোর্ট করলে তার সাইটেও চলে যায়, যেটা কিনা কপিরাইটের কারনে অনেক সময়ই ঝামেলা/টেনশন তৈরী করে। এই ঝামেলা এড়াতে অনেকে নতুন করে ডেমো বা প্লেসহোল্ডার ইমেজ দিয়ে নতুন করে কনটেন্ট তৈরী করে এক্সপোর্ট করে সেই ফাইল টা থিমের সাথে অ্যাড করে দেয়। এটা করতে গিয়ে সময়ও যেমন নষ্ট হয়, মেজাজও তেমনই খারাপ হয়। আর বড় সাইট হলে তো কথাই নাই smile emoticon
- সেই আজাব থেকে বাঁচার জন্য একটা সার্ভিস তৈরী করলাম DimgX নামে, যেখানে আপনার থিমের কনটেন্ট ফাইল আপলোড করে দিলে সমস্ত অ্যাটাচমেন্টের ইউআরএল গুলো অটোমেটিক প্লেসহোল্ডার ইমেজের ইউআরএল দিয়ে রিপ্লেস হয়ে যাবে, একদম সাইজ/টাইজ ঠিকঠাক সহ smile emoticon
- সার্ভিসটি ব্যবহার করা যাবে এখান থেকে http://dimgx.net
- টেকনিক্যাল ব্লগ পোস্ট টা আছে এখানে http://hasin.me/…/generate-dummy-placeholder-images-in-the…/
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement