Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- <h1>জুমার নামাযেও ভুলে কোন
- ওয়াজিব ছুটে গেলে সাহু
- সিজদা করা জরুরি :
- প্রশ্ন:<h1/>
- <p>জুমার নামাযেও ভুলে কোন
- ওয়াজিব ছুটে গেলে সাহু
- সিজদা করা জরুরি :
- প্রশ্ন:
- আমি একজন ইমাম। গত শুক্রবার
- জুমার নামায পড়াতে গিয়ে
- ভুলে একটি ওয়াজিব ছুটে যায়।
- শুনেছি, জুমার নামাযে ভুলে
- ওয়াজিব ছুটে গেলে নাকি
- সাহু সিজদা না দিলেও হয়।
- তাই আমি সাহু সিজদা করিনি।
- মাসআলাটি কি ঠিক? দয়া
- করে জানিয়ে বাধিত করবেন।
- উত্তর:
- জুমার নামাযেও ভুলে কোন
- ওয়াজিব ছুটে গেলে সাহু
- সিজদা করা জরুরি। ইমাম
- মুহাম্মাদ রাহ. বলেন,ঈদ, জুমা,
- ফরয ও নফল নামায সব ক্ষেত্রেই
- সাহুর একই হুকুম। (কিতাবুল আছল
- ১/৩২৪; আলমুহীতুল বুরহানী
- ২/৫০১)
- মুতাকাদ্দিমীন ফকীগণের মতও
- এটিই। অবশ্য পরবর্তী কোনো
- কোনো ফকীহ বলেছেন, জুমা ও
- ঈদে যদি বেশি বড় জামাত হয়
- এবং ইমাম সিজদা সাহু করলে
- মুসল্লিদের ভুল বোঝাবুঝির
- আশঙ্কা থাকে
- তবে তখন সাহু সিজদা না করার
- সুযোগ আছে।
- সুতরাং জুমা ও
- ঈদের নামাযেও সাহু সিজদা
- করলে যদি মুসল্লিদের মাঝে
- কোনো বিভ্রান্তি বা ভুল
- বোঝাবুঝির আশঙ্কা না থাকে
- তবে সাহু সিজদা করাই নিয়ম।
- বিশেষ করে যদি প্রকাশ্য ভুল হয়
- তাহলে সাহু সিজদা না করলে
- বরং বিশৃঙ্খলার আশঙ্কা থাকে।
- তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা
- করাই জরুরি। তবে যাই হোক
- প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায সহীহ
- হয়ে গেছে।
- -আলবাহরুর রায়েক ২/১৫৪;
- হাশিয়াতুত তহতাবী আলাল
- মারাকী ২৫৩; ফাতাওয়া
- হিন্দিয়া ১/১২৮; রদ্দুল মুহতার
- ২/৯২
- বি. দ্র : Telegram এ "দ্বীনী মজলিস" চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে
- t.me/dinimazlis
- (এ চ্যানেলে মাসিক আলকাউসার পত্রিকাসহ সমকালীন গুরুত্বপূর্ণ ইসলামী বিষয় পোস্ট করা হয়।)<p/>
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement