Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- দেখতে পারছি এ শহরের বুকে
- দেখতে পারছে না যারা
- সংস্কৃতির গাব উঠছে না নামছে
- ভীতে নিয়ে মাপছেন তারা।
- কোনটা ভালো আর কোনটা যে মন্দ
- নির্দেশ করে দেন তারা।
- লেনিন বন্ধি হয়।
- থুরি থুরি, তরাস বন্ধি হয় মানুষ বোঝে না বলে
- মানুষই আবার জ্ঞানী, জিতে ভোট ফলাফলে।
- মানুষ তো মুরগী-ছাগলও বলা চলে।
- এ ভেবেই টিকে আছে যারা, তারা কারা, তারা কারা?
- বুঝলে, বুঝলে কাচলাপাড়া।
- শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
- বুদ্ধিজীবীর সাজে নিজেদের টক-মেজে
- জ্ঞানীর বাটখারা কারা?
- এরা ইন্টালেকচুয়াল, এরা ইন্টালেকচুয়াল।
- লাদেন সন্ত্রাসী, বুশ নিরামিষ আছি
- একথা প্রচার করে যারা।
- আবার বুশ সন্ত্রাসী, লাদেন নিরামিষ আছি
- এ মত প্রচার করে যারা।
- তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে।
- দুদিকেরই ঘুষ খায় দুজনে হাতে হাতে।
- ভিক্ষা বৃষ্টি করে যারা, তারা কারা, তারা কারা?
- বুঝলে, নদী আগুন লেগে পাগলপারা।
- শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
- বুদ্ধিজীবীর সাজে নিজেদের টক-মেজে
- উহু উহু বাটখারা কারা?
- এরা ইন্টালেকচুয়াল, এরা ইন্টালেকচুয়াল।
- নচিকেতা-সুমনের অবদান ভুলে যান
- রিমেকের গানী মনলোভা।
- একথা বলেন যারা, বাংলা গানের খড়া
- কাটালো কি তাদের বাবা।
- এ সেজে যায় না মান, তারাই তো যায় কান।
- তৃতীয় বিশ্ব পায় ব্রঞ্চের হনুমান।
- ফুঞ্ছ বৃষ্টি করে যারা, তারা কারা, তারা কারা?
- মনে হয় ঘটিহারা।
- শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
- বুদ্ধিজীবীর সাজে নিজেদের টক-মেজে
- হা-হা বাটখারা কারা?
- এরা ইন্টালেকচুয়াল, এরা ইন্টালেকচুয়াল।
- Songwriters: Nachiketa Chakraborty
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement