Advertisement
firoze

wordpress ব্যাকাপ প্লাগিন

Feb 13th, 2015
210
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.55 KB | None | 0 0
  1. WordPress Full Backup
  2. পোষ্টটি তাদের জন্য যারা WordPress শেখা শুরু করেছেন অথবা Intermediate পর্যায়ে রয়েছেন। প্রথমেই বলে নিই, WordPress এর জন্য কয়েকশত ব্যাকাপ প্লাগিন এবং অন্যান্য টেকনিক্যাল পদ্ধতি রয়েছে। মোটামুটি সব পদ্ধতিই ঘাটাঘাটি করা শেষ আমার। প্রায় ১০০ ঘন্টার মত সময় ব্যয় করার পর সবাই যেন সহজে ব্যবহার করতে পারে এমন একটি প্লাগিন খুজে পেলাম। প্লাগিনটির নাম UpDraftPlus যেটি একটি পুরোপুরি ফ্রী প্লাগিন এবং অত্যন্ত সহজে ব্যবহারযোগ্য।
  3. প্রথমে WordPress Dashboard > plugin > add new থেকে সার্চ করুন "updraftplus backup" লিখে। প্লাগিনটি install করে অ্যাক্টিভ করুন। ড্যাশবোর্ডের সেটিংস থেকে Updraftplus Backup সেলেক্ট করুন (Pic #1) । তাহলে আপনি প্লাগিনের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। 'Backup Now' তে ক্লিক করুন, যেসব ডাটার ব্যাকাপ নিতে চান না সেগুলোতে টিক দিয়ে দিন (Pic #3). আমি সাজেস্ট করব প্রথমে পুরো সাইটের ব্যাকাপ নিয়ে রাখা ভালো। তারপর 'Ok' তে ক্লিক করুন, কিছুটা সময় নিবে, এই সময় অন্য কিছুতে ক্লিক করবেন না। ব্যাকাপ শেষ হলে 'Last log message' সেক্টরে একটা কনফার্মেশন মেসেজ আসবে। ব্যাস হয়ে গেল ব্যাকাপ। এখন ব্যাকাপ ফাইলটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা ভালো কোন ক্লাউডে আপলোড করে রাখতে পারেন। Updraftplus রিমোটলি আপনার ক্লাউড অ্যাকাউন্টে ব্যাকাপ ফাইলটি পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনার কোন ডাটা খরচ হবে না। প্লাগিনটি DropBox, Google Drive, Amazon S3, Copy.com, WebDAV সহ আরও বেশ কিছু ক্লাউড সাপোর্ট করে (Pic #4), এমনকি আপনার ই-মেইলে এটাচমেন্ট হিসেবেও সেন্ড করতে পারে।
  4. ক্লাউড অ্যাকাউন্ট সেটাপ করতে Updraftplus এর Dashboard থেকে settings এ যান। স্ক্রল করে নিচে 'Copying Your Backup To Remote Storage' তে যান, DropDown menu থেকে আপনার সুবিধামত ক্লাউড প্রোভাইডার সেলেক্ট করলে একটা Authentication link নিচে দেয়া হবে। আপনার ক্লাউড অ্যাকাউন্টে লগিন করে ঐ Authentication link এ ক্লিক করলেই আপনার ক্লাউড সেটাপ complete হয়ে যাবে।
  5. এবার যদি আপনি আপনার লোকাল ডিস্ক অর্থাৎ পিসি/ল্যাপটপে ব্যাকাপ ফাইলটি রাখতে চান, তাহলে Dashboard থেকে 'Restore' option টি তে যান। এবার যেসব ফাইলের ব্যাকাপ নিতে চান সেগুলো সেলেক্ট করুন, তাহলে download link generate হবে (Pic #6)। Database, Theme, Plugin, Uploads, Others প্রত্যেকটি ফাইল আলাদা আলাদা করে ডাউনলোড করে নিন।
  6. ব্যস, আপনার সাইট এখন পুরোপুরি নিরাপদ। যদি কখনও কোন দুর্ঘটনাবশত আপনার সাইট হ্যাকিং, ডাটাবেজ ক্রাশ অথবা অন্য কোন বিপদের সম্মুখিন হয় তারপরেও কোন টেনশন নাই। মাত্র ২ মিনিটেই সাইটের সবকিছুই আবার আগের মত grin emoticon . Restore অনেক সহজ, শুধু Restore > Upload Backup Files থেকে আপনার ফাইলগুলো আপলোড করে দিন এবং Confirm Restore এ ক্লিক করুন। রিমোট restore এর জন্য শুধু ক্লাউড অ্যাকাউন্ট লিঙ্ক-আপ করে দিলেই হবে।
  7. সবাইকে ধন্যবাদ এত বড় পোষ্টটি ধর্য্য ধরে পরার জন্য
  8.  
  9.  
  10. pluging link :https://wordpress.org/plugins/updraftplus/
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement