Advertisement
mdzhh71

জুমার নামাযেও ভুলে কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করা জরুরি : প্রশ্ন:

Mar 8th, 2018
3,829
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
  1. <h1> জুমার নামাযেও ভুলে কোন
  2. ওয়াজিব ছুটে গেলে সাহু
  3. সিজদা করা জরুরি :
  4. প্রশ্ন: <h1/>
  5.  
  6. <p>জুমার নামাযেও ভুলে কোন
  7. ওয়াজিব ছুটে গেলে সাহু
  8. সিজদা করা জরুরি :
  9. প্রশ্ন:
  10. আমি একজন ইমাম। গত শুক্রবার
  11. জুমার নামায পড়াতে গিয়ে
  12. ভুলে একটি ওয়াজিব ছুটে যায়।
  13. শুনেছি, জুমার নামাযে ভুলে
  14. ওয়াজিব ছুটে গেলে নাকি
  15. সাহু সিজদা না দিলেও হয়।
  16. তাই আমি সাহু সিজদা করিনি।
  17. মাসআলাটি কি ঠিক? দয়া
  18. করে জানিয়ে বাধিত করবেন।
  19. উত্তর:
  20. জুমার নামাযেও ভুলে কোন
  21. ওয়াজিব ছুটে গেলে সাহু
  22. সিজদা করা জরুরি। ইমাম
  23. মুহাম্মাদ রাহ. বলেন,ঈদ, জুমা,
  24. ফরয ও নফল নামায সব ক্ষেত্রেই
  25. সাহুর একই হুকুম। (কিতাবুল আছল
  26. ১/৩২৪; আলমুহীতুল বুরহানী
  27. ২/৫০১)
  28. মুতাকাদ্দিমীন ফকীগণের মতও
  29. এটিই। অবশ্য পরবর্তী কোনো
  30. কোনো ফকীহ বলেছেন, জুমা ও
  31. ঈদে যদি বেশি বড় জামাত হয়
  32. এবং ইমাম সিজদা সাহু করলে
  33. মুসল্লিদের ভুল বোঝাবুঝির
  34. আশঙ্কা থাকে
  35. তবে তখন সাহু সিজদা না করার
  36. সুযোগ আছে।
  37. সুতরাং জুমা ও
  38. ঈদের নামাযেও সাহু সিজদা
  39. করলে যদি মুসল্লিদের মাঝে
  40. কোনো বিভ্রান্তি বা ভুল
  41. বোঝাবুঝির আশঙ্কা না থাকে
  42. তবে সাহু সিজদা করাই নিয়ম।
  43. বিশেষ করে যদি প্রকাশ্য ভুল হয়
  44. তাহলে সাহু সিজদা না করলে
  45. বরং বিশৃঙ্খলার আশঙ্কা থাকে।
  46. তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা
  47. করাই জরুরি। তবে যাই হোক
  48. প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায সহীহ
  49. হয়ে গেছে।
  50. -আলবাহরুর রায়েক ২/১৫৪;
  51. হাশিয়াতুত তহতাবী আলাল
  52. মারাকী ২৫৩; ফাতাওয়া
  53. হিন্দিয়া ১/১২৮; রদ্দুল মুহতার
  54. ২/৯২
  55. বি. দ্র : Telegram এ "দ্বীনী মজলিস" চ্যানেলে জয়েনের জন্য টাচ্ করুন নিচের এই লিংকে
  56. t.me/dinimazlis
  57. (এ চ্যানেলে মাসিক আলকাউসার পত্রিকাসহ সমকালীন গুরুত্বপূর্ণ ইসলামী বিষয় পোস্ট করা হয়।)<p/>
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement